Logo
শিরোনাম
সিরাজদিখানে যত্রতত্র পার্কিং করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা
ক্রাইম ভিশন

প্রকাশ: 31 Aug 2025 | 11:07am | আপডেট: 31 Aug 2025 | 11:07am

সিরাজদিখানে যত্রতত্র পার্কিং করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যত্রতত্র পার্কিং, যাত্রী উঠানামা করায় ৫ যানবাহন চালক কে আইন, ২০১৮ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা,২০২২ অনুযায়ী সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৪৭ ধারা লংঘনের দায়ে ৯০ ধারায় ভ্রাম্যমাণ আদালতে (ছয় হাজার) টাকা ও নির্মাণ সামগ্রী (বালু, ইট) পরিবহণ করার মাধ্যমে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এর ১১ নং বিধি লংঘনের দায়ে উক্ত বিধিমালার ১৭ নং বিধি অনুযায়ী ৬ জন যানবাহন চালক কে (এগারো হাজার) টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম বারী।

রোববার  ৩১ আগষ্ট সকাল ১০ হতে থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়ন এর নিমতলা মোড়ে এ অভিযান পরিচালনা করেন।

এ-সময় ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম বারী উপস্থিত জনগণ এবং চালকদের নির্ধারিত স্থান ব্যতীত উঠানামা না করা, যত্রতত্র পার্কিং না করা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ ও বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০২২ এর বিধিমালা সম্পর্কে অবহিত করেন পাশাপাশি সেগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরো বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন, সিরাজদিখান এর মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ