প্রকাশ: 31 Aug 2025 | 11:07am | আপডেট: 31 Aug 2025 | 11:07am
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যত্রতত্র পার্কিং, যাত্রী উঠানামা করায় ৫ যানবাহন চালক কে আইন, ২০১৮ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা,২০২২ অনুযায়ী সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৪৭ ধারা লংঘনের দায়ে ৯০ ধারায় ভ্রাম্যমাণ আদালতে (ছয় হাজার) টাকা ও নির্মাণ সামগ্রী (বালু, ইট) পরিবহণ করার মাধ্যমে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এর ১১ নং বিধি লংঘনের দায়ে উক্ত বিধিমালার ১৭ নং বিধি অনুযায়ী ৬ জন যানবাহন চালক কে (এগারো হাজার) টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম বারী।
রোববার ৩১ আগষ্ট সকাল ১০ হতে থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়ন এর নিমতলা মোড়ে এ অভিযান পরিচালনা করেন।
এ-সময় ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম বারী উপস্থিত জনগণ এবং চালকদের নির্ধারিত স্থান ব্যতীত উঠানামা না করা, যত্রতত্র পার্কিং না করা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ ও বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০২২ এর বিধিমালা সম্পর্কে অবহিত করেন পাশাপাশি সেগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরো বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন, সিরাজদিখান এর মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।