প্রকাশ: 04 Sep 2025 | 09:33am | আপডেট: 04 Sep 2025 | 09:33am
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সমুদ্রসৈকতের ঝাউবাগান থেকে ঝুলন্ত অবস্থায় আমিন উল্লাহ (২৮) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সমুদ্রসৈকতের পর্যটন গালফ মাঠ সংলগ্ন ঝাউবাগান থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত আমিন উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার মৃত জুনু মিয়ার ছেলে।
তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ নামে একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি এবং উখিয়া নিউজ নামে একটি অনলাইন ভিত্তিক ফেসবুক পেইজের এডমিন ছিলেন।
পাশাপাশি তিনি পেশায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী ছিলেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, ‘সকালে সৈকত সংলগ্ন ঝাউবাগানে গাছের সঙ্গে এক যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। গাছের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছে।
তার পা প্রায় মাটি ছুঁই ছুঁই অবস্থায় ঝুলছিল। গলায় রশির ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।’
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’