Logo
শিরোনাম
দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানে জরিমানা
ক্রাইম ভিশন

প্রকাশ: 04 Sep 2025 | 03:53pm | আপডেট: 04 Sep 2025 | 03:53pm

দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানে জরিমানা

দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের দৌলতপুর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার প্রেক্ষিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার  (৪ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম এর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় দৌলতপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মিষ্টির দোকান ও ফলের দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা—এমন নানা অনিয়ম ধরা পড়ে।

অভিযান চলাকালে ৫টি দোকানে মোট ৫ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম জানান, এ অভিযান মূলত সতর্কতামূলক। ধাপে ধাপে দৌলতপুর  উপজেলার প্রতিটি বাজারেই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

জনগণের উদ্দেশে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের যেকোনো অনিয়ম বা অসঙ্গতির বিষয়ে সাধারণ মানুষ মন্তব্য ও অভিযোগ জানাতে পারবেন।

সর্বশেষ সংবাদ