Logo
শিরোনাম
টঙ্গিবাড়ীতে জাল দলিল করে সরকারি জমি আত্মসাতের অভিযোগ
ক্রাইম ভিশন

প্রকাশ: 04 Sep 2025 | 03:55pm | আপডেট: 04 Sep 2025 | 03:55pm

টঙ্গিবাড়ীতে জাল দলিল করে সরকারি জমি আত্মসাতের অভিযোগ

শেখ রাসেল ফখরুদ্দীন,টঙ্গিবাড়ী:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জাল দলিল তৈরি করে সরকারি জমি আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনুস শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামে।

ভুক্তভোগী বাশার মোল্লা বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগ যাচাই শেষে উপজেলা ভূমি কর্মকতা অভিযুক্ত ইউনুস শেখের নামজারি বাতিল করেন। খবর নিয়ে জানা যায়, গত প্রায় ৪০ বছর ধরে সরকারি অর্পিত ওই সম্পত্তি ভোগদখল করে আসছিলেন বাশার মোল্লা ও মরিয়ম বেগম।

অভিযোগকারী বাশার মোল্লা বলেন, “ইউনুছ শেখের কাছে জমির কোনো বৈধ কাগজপত্র নেই। প্রভাবশালী এক দলিল লেখকের সহায়তায় তিনি জাল দলিল তৈরি করে সরকারি জমি নিজের নামে করার চেষ্টা চালাচ্ছেন।”

এই বিষয়ে ইউনুছ শেখের সৎ বোন মরিয়ম বেগম বলেন, আমাদের বাড়ি নদীতে ভেঙে গেলে আমরা প্রায় ৩৬বছর পূর্বে এখানে এসে বাড়ি করি। হঠাৎ আমার সৎ ভাই ইউনুছ শেখ আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে কোথায় গিয়ে থাকবো? প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে তিনি আরোও বলেন, এই বাড়িতে আমরা যেভাবে আছি তারাও সেভাবেই আছে কিন্তু হঠাৎ করে জাল দলিল করে এখন বলে এইটা তাদের বাড়ি।

তবে অভিযুক্ত ইউনুছ শেখ জানা, তার বাবা এই জমি ক্রয় করেছিলেন। সেই সূত্রে তারা ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে বিরোধ চলে আসছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে মূলচর ভূমি অফিসের নায়েব রফিকুল ইসলাম বলেন, আমি অফিসে নতুন জয়েন করেছি। এখনো এই জমি বিষয়ে অবগত না।

সর্বশেষ সংবাদ