Logo
শিরোনাম
রুহিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ক্রাইম ভিশন

প্রকাশ: 03 Sep 2025 | 02:49pm | আপডেট: 03 Sep 2025 | 02:49pm

রুহিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফারুক হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ৩ টায় রুহিয়া থানা বিএনপির আয়োজনে  উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে থানার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করো থানা বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়।

এর আগে  রুহিয়া থানা বিএনপির কার্যালয়ের সামনে থানা   বিএনপির সভাপতি ও  সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার  এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনএর সঞ্চালনায় আলোচনা সভায়  বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, মোঃ নুরে আলম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ পয়গাম আলী, আনছারুল হক। 

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান হান্নু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি, জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী মোহাম্মদ আবুনুর, জেলা  বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল,  রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক মানিক,  সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, থানা যুবদলের সভাপতি মোঃ আনার আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। মহিলা দলের সভাপতি রহিমা বেগম, ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন দেলু প্রমুখ। 

 এসময়  বক্তারা বলেন, “নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।

সর্বশেষ সংবাদ